গতকাল রোববার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার গণমাধ্যম কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বিগত এক সপ্তাহ কুষ্টিয়া শহর ঘুরে নানা অসঙ্গতি দেখেছেন বলে জানান নবাগত জেলা প্রশাসক। ডিসি বলেন, ফুটপাত গুলো দোকানদারদের দখলে চলে গেছে। এগুলো মুক্ত করতে দ্রুত উদ্যোগ নেওয়া হবে। ফুটপাত পথচারীদের সম্পত্তি। তা দোকানদারদের দখলে থাকতে পারে না। গণমাধ্যম কর্মীদের দেশপ্রেমিক আখ্যায়িত করে দেশ ও জনগণের স্বার্থে একজোট হয়ে কাজ করার প্রত্যয় ঘোষণা করার পাশাপাশি দেশে যেন আর কখনোই ফ্যাসিবাদের উত্থান না ঘটে সেদিকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি। যানজট দূর করতে জেলার প্রাণকেন্দ্র মজমপুর গেট থেকে আন্তঃনগর বাস কাউন্টার শহরের বাইরে নির্ধারিত টার্মিনালে নেওয়ার দাবি উত্থাপন করেন কুষ্টিয়া প্রেস ক্লাবের সেক্রেটারি আবু মনি জুবায়েদ রিপন। এ বিষয়ে জেলা প্রশাসক বলেন,...