ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ১৫নং বাহেংগা সরকারি প্রাথমিক বিদ্যালয় চলছে ধুকে ধুকে। গ্রামের কোমলমতি শিক্ষার্থীদের পাঠদানে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির অবস্থা এখন অতি করুণ। কাগজে কলমে শিক্ষার্থী সংখ্যা ১৪৩ জন থাকলেও বাস্তবে আছে ৫০/৬০ জন। তাও আবার গড় হাজির বেশিরভাগ শিক্ষার্থী। নিয়মিত প্রধান শিক্ষক নেই প্রায় ১৫বছর ধরে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ একাধিক শিক্ষকের বিরুদ্ধে শিক্ষাদানে মনোযোগি না হওয়াসহ বিস্তর অভিযোগ এলাকাবাসীর। এক সময়ের জাঁকজমকপূর্ণ বিদ্যালয়টির করুণ অবস্থা থেকে উত্তোরণের প্রচেষ্টায় এলাকাবাসী ও ছাত্র-ছাত্রীর অভিভাবকসহ ১৭৫ জন স্বাক্ষর করে জেলা শিক্ষা অফিসার বরাবরে লিখিত অভিযোগ করেছেন। বিদ্যালয়টির শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন তারা। অভিযোগ সূত্র ও স্থানীয়রা জানান, বাহেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি মুক্তাগাছা ও জামালপুর জেলা সীমান্তবর্তী একটি গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থিত। এক সময় বিদ্যালয়টি খুবই জাঁকজমকভাবে পরিচালিত হতো। এখান থেকে পাঠ নিয়ে উত্তীর্ণ...