আদালতের রায় ঘোষণার পর প্যাটারসন দাবি করেন, এটি ছিল দুর্ঘটনাজনিত। তিনি জানান, তিনি জানতেন না যে মাশরুম এত ভয়ঙ্কর ক্ষতি করতে পারে। ডেথ ক্যাপ মাশরুম দেখতে সাধারণ মাশরুমের মতো এবং স্বাদও মিষ্টি। কিন্তু এতে থাকা অ্যামাটক্সিন নামের বিষ শরীরে প্রবেশ করলে অঙ্গপ্রত্যঙ্গ ক্রমাগত বিকল হতে শুরু করে এবং কয়েক দিনের মধ্যে প্রাণনাশ ঘটাতে পারে।বিশেষজ্ঞরা বলছেন, ডেথ ক্যাপ মাশরুম সাধারণ মাশরুমের মতো দেখায়। তাই ভুলবশত খাওয়ার ঘটনা ঘটতে পারে। তবে এই ঘটনায় আদালত স্পষ্ট করেছে, সচেতনভাবে খাবারে বিষযুক্ত উপাদান মিশিয়ে হত্যা করা এক গুরুতর অপরাধ, যা শাস্তিযোগ্য এবং সামাজিক নিরাপত্তার জন্য বিপজ্জনক।এছাড়া, এই ঘটনায় স্থানীয় সম্প্রদায়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই উদ্বিগ্ন হয়েছেন, কিভাবে স্বাভাবিকভাবে ঘরে প্রস্তুত করা খাবারের মধ্যে এত ভয়ঙ্কর কিছু লুকানো থাকতে পারে। স্থানীয় আইন ও নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে...