পায়ে আলতা, খোপায় ফুল, শাড়ি আর ঢোল-মাদলের তালে নাচে মুখরিত হয়ে উঠল নওগাঁ। মহাদেবপুর উপজেলার নাটশাল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী কারাম উৎসব অনুষ্ঠিত হয়। জাতীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিষদ নওগাঁ জেলা কমিটি এ আয়োজন করে। দুই দিনব্যাপী উৎসবের প্রথম দিন রোববার রাতে বিভিন্ন গ্রামের নারী-পুরুষ উপোস থেকে পূজার আচার-অনুষ্ঠানে অংশ নেন। কারাম (খিল কদম) ডাল পূজা শেষে ঢাক-ঢোলের তালে সারা রাত নৃত্য-গান চলে। সোমবার সকালে পূজা শেষে ডাল বিসর্জন দেওয়া হয়। বিকেলে সাংস্কৃতিক মিলনমেলা ও সমাবেশে নওগাঁসহ আশপাশের জেলার প্রায় ৫০টি সাংস্কৃতিক দল অংশ নেয়। তারা নিজ নিজ সংস্কৃতি, নাচ ও গানের পরিবেশনা করে। জাতীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি গণেশ মার্ডি মিলনমেলার উদ্বোধন করেন। এতে প্রধান অতিথি ছিলেন মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা...