নেপালে জেন জি আন্দোলনে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষের পর সেখান কারফিউ জারি করা হয়েছে। সংঘর্ষে অনেক মানুষ হতাহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এর ফলে কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটি বাতিল ঘোষণা করা হয়েছে। দুই ম্যাচের সিরিজ খেলার জন্য বাংলাদেশ জাতীয় ফুটবল দল অবস্থান করছে নেপালের কাঠমান্ডুতে। প্রথম ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল। স্বাগতিক দলের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ হওয়ার কথা মঙ্গলবার সন্ধ্যায়। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচটি ‘সাসপেন্ড’ করা হলো। সোমবার বিকেলে বাংলাদেশ দলের অনুশীলন করার কথা ছিল। অনুশীলন বাতিল করে দিয়েছে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (আনফা)। বাংলাদেশ দল...