বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন দরজায় কড়া নাড়ছে। ক্যালেন্ডারের পাতা উল্টে হিসাব করলে হয়তো একমাসও বাকি নেই। নবগঠিত নির্বাচন কমিশন এখন পর্যন্ত নির্বাচনের তারিখ ঘোষণা না করলেও যতদূর জানা গেছে আগামী ৭ অক্টোবরের মধ্যে বিসিবি নির্বাচন সম্পন্ন হয়ে যাবে। ৪ অক্টোবর সম্ভাব্য দিনক্ষণের কথাও শোনা যাচ্ছে ক্রিকেট পাড়ায়। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে বর্তমান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আর জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বোর্ড সভাপতি পদে নির্বাচন করতে যাচ্ছেন এবং এই নির্বাচন নিয়ে এরই মধ্যে অনেক রকমের খবর প্রায় প্রতিদিন মিডিয়ায় আসছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলছে। এর মধ্যে কয়েকটি ঘটনা রীতিমতো ভাইরাল হয়েছে। এক. কে বা কারা বিসিবির বর্তমান সভাতি আমিনুল ইসলাম বুলবুলকে সভাপতি পদে নির্বাচন না করার কথা বলা হয়েছে। সেটাকে হুমকি ধরে আমিনুল ইসলাম বুলবুল একজন অস্ত্রধারী...