নেপালের রাজধানী কাঠমান্ডুতে আইনশৃঙ্খলা বাহিনী এবং জেন জি বিক্ষোভকারীদের সংঘর্ষে এ পর্যন্ত ২০ জন নিহত হয়েছেন। বিক্ষোভ প্রশমনে ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলতে আলোচনা শুরু হয়েছে সরকারের মধ্যে। আজ স্থানীয় সময় সন্ধ্যা ৬ টার দিকে জরুরি বৈঠক ডেকেছিলেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। সেই বৈঠকেও এ ব্যাপারে আলোচনা হয়েছে বলে জানিয়েছে বৈঠকের সঙ্গে সম্পর্কিত একাধিক সূত্র। গত বছর নেপালের সুপ্রিম কোর্ট দেশটিতে সক্রিয় সামাজিক যোগাযোগমগুলোকে সরকারিভাবে নিবন্ধিত হওয়ার নির্দেশ দিয়েছিল। হাইকোর্টের সেই নির্দেশের ভিত্তিতে প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির নেতৃত্বাধীন সরকার দেশে সক্রিয় সামাজিক যোগাযোগামাধ্যমগুলোকে নিবন্ধনের জন্য গত ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিল। কিন্তু নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও সরকারিভাবে নিবন্ধন না করায় ফেসবুক, এক্স, ইনস্টাগ্রাম, ইউটিউবসহ ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা দেয় সরকার।...