জুলাই আন্দোলনের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে গাজীপুরে এক ব্যক্তিকে পুলিশ তুলে নিয়ে গুলি চালিয়ে হত্যা করে বলে আদালতের কাছে দাবি করেছেন এক প্রত্যক্ষদর্শী। গাজীপুরের কাশিমপুর এলাকার মো. সোহেল মাহমুদ নামের এ প্রত্যক্ষদর্শী সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সাক্ষ্য দেন। মানবতাবিরোধী অপরাধের মামলায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজার নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ তার সাক্ষ্য নেয়। সোহেল মাহমুদ বলেন, গত বছরের ৫ অগাস্ট সকালে তার বাড়ির পাশে শরীফ মেডিকেলের সামনে আন্দোলনে অংশগ্রহণ করতে যান তিনি। ওইদিন কারফিউ ছিল এবং ছাত্রদের ডাকা ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ছিল। আনুমানিক ১২টার সময় তিনি বাড়িতে ফিরে যান। বাড়িতে থাকতেই শুনতে পান, শেখ হাসিনা দেশ ছেড়েছেন। এরপর আবার বাড়ি থেকে বের হয়ে...