আগামী বিশ্বকাপে কি খেলবেন লিওনেল মেসি? প্রশ্নটির উত্তর এখনও অজানা। এই বিষয়ে নিশ্চিত করে কিছু বলেননি মহাতারকা। আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি বললেন, বিশ্বকাপ নিয়ে অধিনায়কের সঙ্গে এখনও কথা বলেননি তিনি। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ সময় আগামী বুধবার ভোরে একুয়েডরের মাঠে খেলবে আর্জেন্টিনা। এই ম্যাচে মেসিকে বিশ্রাম দেওয়ার কথা জানানো হয়েছে আগেই। বুয়েন্স এইরেসের মনুমেন্তালে বাংলাদেশ সময় গত শুক্রবার সকালে ভেনেজুয়েলাকে ৩-০ গোলে হারানো ম্যাচে পুরো সময় খেলেন মেসি। ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইয়ে তার শেষ ম্যাচ ছিল এটি, আবেগঘন ম্যাচে জোড়া গোল করে জয়ের নায়ক তিনিই। ম্যাচের আগে ওয়ার্ম-আপের সময় আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন মেসি। ম্যাচ শুরুর আগে তিন ছেলেকে একসঙ্গে নিয়ে ছবি তোলেন তিনি। শেষ বাঁশি বাজার পর সতীর্থরা আলিঙ্গনে বাঁধেন তাকে। আর্জেন্টিনার ২০২২ বিশ্বকাপ জয়ের নায়ক আগামী...