তিন কারণে এবারের ডাকসু নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। তিনি বলেছেন, “তিনটি কারণে এবারের ডাকসু নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রথমত, এটি শিক্ষার্থীদের প্রাণের দাবি, যা ধীরে ধীরে জাতীয় দাবি হয়ে দাঁড়িয়েছে। দ্বিতীয়ত, গণঅভ্যুত্থানের মূল্যবোধ ও ঐতিহ্যের সঙ্গে ডাকসুর সক্রিয়তা সরাসরি সম্পর্কিত। তৃতীয়ত, এই নির্বাচন বিভিন্ন অংশীজনকে একত্রিত করেছে এবং পারস্পরিক সম্পর্ক আরো সুদৃঢ় করেছে।”আরো পড়ুন:আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো শঙ্কা নেই: ড. জসীম উদ্দিনডাকসু নির্বাচন: যানবাহন চলাচলে ডিএমপির নির্দেশনা আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো শঙ্কা নেই: ড. জসীম উদ্দিন সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ডাকসু নির্বাচন কমিশন অফিসের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, “আগামীকাল মঙ্গলবার বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচন। ১১ মাসের দীর্ঘ প্রস্তুতি, হাজারো শিক্ষার্থীর আকাঙ্ক্ষা আর নানা বাধা-বিপত্তি অতিক্রম...