বর্তমান সময়ের অন্যতম আলোচিত নির্মাতা আশফাক নিপুণ কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব। এবার তিনি বাবাকে নিয়ে দিয়েছেন এক আবেগঘন পোস্ট, যা ছুঁয়ে গেছে অনুরাগীদের মন।পোস্টে নির্মাতা লিখেছেন, ‘আমি এখন যে বয়সে আছি, ঠিক এই বয়সেই আব্বা এক্সিডেন্টে মারা যান অনেক অনেক বছর আগে আগস্ট মাসে। আমি তো চলে যাওয়ার কথা ভাবতেই পারি না, তার কেমন লেগেছিল সেই মুহূর্তে কে জানে?’তিনি আরও লেখেন, ‘ঠিক চলে যাওয়ার মুহূর্তটা কেমন হয়? ভয় লাগে? শরীর কি আশা ছেড়ে দেয়? কার কথা মনে পড়ে ওই শেষ কয়েক সেকেন্ডে? নাকি কারো কথাই মনে পড়ে না?’মৃত্যুর আগমুহূর্তের অনুভূতি নিয়ে প্রশ্ন ছুড়ে দেন নিপুণ। তার ভাষ্যে, ‘বিজ্ঞান কি কোনোদিন পারবে মৃত্যুর আগের কয়েক সেকেন্ডে মানুষ কীভাবে, কার কথা ভাবে, কী দেখে—এটা বের করতে? পারবে মৃত্যুর কয়েক সেকেন্ড...