বাংলাদেশে চলচ্চিত্রের গানের রয়্যালটি শিল্পীরা কেন পান না-সরকারের কাছে এই প্রশ্ন তুলেছেন কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন। এই শিল্পী বলেন, “এই পৃথিবীতে মনে হয় এই একটাই দেশ যেখানে শিল্পীরা গানের কোনো রয়্যালটি পায় না। শিল্পকলা একাডেমিতে রোববার সন্ধ্যায় সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে একক সংগীতানুষ্ঠান ‘শুধু গান গেয়ে পরিচয়’ এই আক্ষেপ করেছেন তিনি। সাবিনা ইয়াসমিন বলেন, “আমার প্রায় ১৫ হাজার গান আছে, এর বেশিরভাগই চলচ্চিত্রের। আমাদের দেশে এত এত শিল্পী, তাদের লাখ লাখ গান আছে, এসব গানের কোথায় রয়্যালটি? আজ যদি রয়্যালটি থাকত, আব্দুল আলীম ভাইয়ের পরিবার কিংবা আবদুর রহমান বয়াতির পরিবার হয়ত ভালো থাকত। “সব দেশে শিল্পীদের গানের রয়্যালটি দেওয়া হয় কিন্তু আমাদের দেশে সেটা নেই। সংস্কৃতি মন্ত্রণালয়ের কাছে প্রশ্ন, কেন উদ্যোগ নেওয়া হয় না?” ওই অনুষ্ঠানে আসা বর্ষীয়ান শিল্পী খুরশীদ আলম,...