তৈরি পোশাক, টেক্সটাইল খাতের ২০টিরও বেশি নতুন চীনা প্রতিষ্ঠান বাংলাদেশে প্রায় ৮০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের অঙ্গীকার করেছে। সোমবার (৮ সেপ্টেম্বর) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনার সময় বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এ কথা জানান। ঢাকাস্থ চীনা দূতাবাসে এই দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়।আরো পড়ুন:বাংলায় কথা বলায় বাংলাদেশি আখ্যা, কেড়ে নেওয়া হলো চাকরিরিজার্ভ ৩০ বিলিয়ন ডলারে নামল বাংলায় কথা বলায় বাংলাদেশি আখ্যা, কেড়ে নেওয়া হলো চাকরি চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, “গত বছর হতে এখন পর্যন্ত তৈরি পোশাক, টেক্সটাইল খাতের ২০টিরও বেশি নতুন চীনা প্রতিষ্ঠান বাংলাদেশে প্রায় ৮০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের অঙ্গীকার করেছে। যা বাস্তবায়িত হলে উক্ত খাতে বাংলাদেশের রপ্তানি আরো বৃদ্ধি পাবে।” তিনি বলেন, “চীনা উদ্যোক্তাদের বাংলাদেশে বিশেষ করে...