রংপুর কৃষি অঞ্চলের পাঁচ জেলায় এ বছর পাটের বাম্পার ফলন হয়েছে। চলতি মৌসুমে এ অঞ্চলে মোট উৎপাদিত হয়েছে ছয় লাখ ৬০ হাজার ৯২১ বেল পাট। পাটের ভালো ফলন ও দাম পেয়ে খুশি কৃষকরা। স্থানীয় বাজারে জাত ও মানভেদে প্রতি মণ (৪০ কেজি) পাট তিন হাজার ৮০০ টাকা থেকে চার হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সদ্য শেষ হওয়া খরিফ-১ মৌসুমে রংপুর অঞ্চলের ৫১ হাজার ৬৬৯ হেক্টর জমি থেকে সাত লাখ ৯ হাজার ৭৯৯ বেল পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে মৌসুম শেষে দেখা গেছে, কৃষকরা ৪৮ হাজার ৮৫৭ হেক্টর জমিতে পাট চাষ করেছেন, যা লক্ষ্যমাত্রার তুলনায় দুই হাজার ৮১২ হেক্টর কম। রংপুরে ৯ হাজার ৪৫০ হেক্টর, গাইবান্ধায় ১৩ হাজার ৮২২ হেক্টর, কুড়িগ্রামে ১৬ হাজার ৫০...