জুলাই ঐক্যের সংগঠকেরা বলেছেন, ডাকসু নির্বাচন নিয়ে প্রথম থেকেই ষড়যন্ত্র চলমান। আগামীকাল ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে নানাধরণের আলোচনা শোনা যাচ্ছে। আমরা জানতে পেড়েছি ক্যাম্পাসের আশপাশের এলাকাগুলোতে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা অবস্থান করছে। একই সঙ্গে নির্বাচনের দিন ক্যাম্পাসের আশেপাশে লেজুরবৃত্তি ছাত্রসংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেবে। ডাকসু নিয়ে কোনো রকম বিশৃঙ্খলা তৈরি হলে কিংবা নির্বাচন বানচালের চেষ্টা করা হলে তা রুখে দেবে ছাত্রজনতা। কোনো প্রকার বিশৃঙ্খলা তৈরি হয় তাহলে সব দায়ভার এই অন্তর্বর্তী সরকারকেই বহন করতে হবে। সোমবার বিকালে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এক মানববন্ধনে এসব কথা বলেন তারা। দেশের বিভিন্ন স্থানে আইন-শৃঙ্খলার অবনতি, পতিত আওয়ামী লীগের নৈরাজ্য ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে এ কর্মসূচি পালন করে জুলাই ঐক্য। মানববন্ধনে বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও জুলাই ঐক্যের সংগঠক মুসাদ্দেক আলী ইবনে...