বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাসভবনে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইল শহরের নিজ বাসভবনের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এদিকে প্রতিবাদ সমাবেশ ঘিরে দুপুর থেকে পুলিশ কাদের সিদ্দিকীর বাসার সামনে অবস্থান নেয়। তারা সমাবেশস্থল ঘিরে রাখে। এসময় বঙ্গবীর কাদের সিদ্দিকী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ফজলুল হক বীরপ্রতীক, মুক্তি যুদ্ধকালীন কাদেরিয়া বাহিনীর কোম্পানি কমান্ডার কাজী আশরাফ হুমায়ুন বাঙাল, বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক, সখীপুর পৌরসভার সাবেক মেয়র ছানোয়ার হোসেন ও বাসাইল পৌরসভার সাবেক মেয়র রাহাত হোসেন প্রমুখ। সরেজমিনে দেখা যায়, দুপুর থেকে কাদের সিদ্দিকীর বাড়িতে অবস্থান দেয়। বিকেলে কাদের সিদ্দিকী বাসভবনের নিচে নামলে পুলিশের তৎপরতা বেড়ে যায়। পরে কাদের সিদ্দিকী বাসার নিচে সমাবেশ করলে পুলিশ ঘিরে রাখে। পুলিশের উপস্থিতিতে সমাবেশ শেষ হয়। প্রতিবাদ সমাবেশে কাদের সিদ্দিকী...