ভারতের বিহার রাজ্যের একটি গ্রামে ভোটার তালিকা কেন্দ্র করে অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে। মুজাফফরপুর জেলার সাকরা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাতেসর পঞ্চায়েতের মোহনপুর গ্রামে একাধিক হিন্দু পরিবারে মুসলিম ভোটারের নাম উঠে আসায় গ্রামজুড়ে শুরু হয়েছে ক্ষোভ, গুঞ্জন ও আতঙ্ক। সম্প্রতি নির্বাচন কমিশন বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি হাতে নিয়েছে। সেই তালিকাতেই মোহনপুর গ্রামের ৬ নম্বর ওয়ার্ডে হিন্দু পরিবারগুলোর তালিকায় একের পর এক মুসলিম ভোটারের নাম যুক্ত হওয়ায় অনেকে এটিকে শুধু ‘প্রযুক্তিগত ভুল’ নয়, বরং ‘বড় ধরনের রাজনৈতিক ষড়যন্ত্র’ বলে দাবি করছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা গেছে, মোহনপুরের ওই ওয়ার্ডটি মূলত হিন্দু অধ্যুষিত। অভিযোগ উঠেছে, সেখানে অন্তত ২০ থেকে ২৫টি হিন্দু পরিবারের সঙ্গে যুক্ত হয়েছে ১০০’রও বেশি মুসলিম ভোটারের নাম। এর মধ্যে বাড়ি নম্বর ৩৬, ৩৭ ও ৩৮ এ ১৫ জন...