নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের ভূমি ব্যবস্থায় দীর্ঘদিন ধরে চলমান অনিয়ম, জালিয়াতি ও জবরদখলের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ হিসেবে জাতীয় সংসদে পাস হয়েছে “ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩”। এই আইনের মাধ্যমে জমি-সংক্রান্ত প্রতারণা, অবৈধ দখল এবং জাল দলিল তৈরির মতো অপরাধগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মো. বেলায়েত হোসেন আইনের গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরেছেন। তিনি বলেন, এই আইনের প্রয়োগের ফলে ১১ ধরনের জমির প্রকৃত মালিকেরা তাদের জমির অধিকার ফিরে পাচ্ছেন, আর অবৈধ দখলদারদের জমি ছাড়তে হবে। তিনি ১১ ধরনের জমির তালিকা ও আইনের প্রয়োগ সম্পর্কে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন, যা নিচে তুলে ধরা হলো: অনেক সময় প্রকৃত ক্রয়-বিক্রয় দলিল না করে, সরকারি ফি এড়াতে হেবা দলিল করা হয়। তবে, যদি হেবা দলিলটি প্রাপ্য অংশের বাইরে...