দেশের অর্থনীতির গতি চার মাস ধরেই উত্থান-পতনের মধ্যে রয়েছে। এক মাসে বাড়ে তো পরের মাসে আবার কমে যায়। যেমন গত জুলাইয়ে অর্থনীতির গতি বেড়েছিল, কিন্তু আগস্টে আবার তা কিছুটা কমেছে। যদিও অর্থনীতি সম্প্রসারণ ধারায় রয়েছে। পারচেজিং ম্যানেজার্স ইনডেক্সের (পিএমআই) সার্বিক মান গত জানুয়ারিতে ছিল ৬৫ দশমিক ৭ পয়েন্ট। পরের তিন মাসে পিএমআই মান ধারাবাহিকভাবে কমেছে। মে মাসে তা বেড়ে ৫৮ দশমিক ৯ পয়েন্টে উন্নীত হয়। জুনে আবার কমে। জুলাইয়ে পিএমআই মান বেড়ে হয় ৬১ দশমিক ৫ পয়েন্ট। সর্বশেষ আগস্টে ৩ দশমিক ২ পয়েন্ট কমে পিএমআই মান ৫৮ দশমিক ৩ পয়েন্টে নেমে এসেছে। পিএমআইয়ের সার্বিক মান কমে যাওয়ার মূল কারণ হচ্ছে, কৃষি ও নির্মাণ খাতের সূচক সংকোচনের ধারায় চলে গেছে। উৎপাদন ও সেবা খাতের সূচকের সম্প্রসারণ ধারায় থাকলেও উভয় খাতেই গতি...