ঢাকা বিশ্ববিদ্যালয় মঙ্গলবারের ডাকসু ও হল সংসদ নির্বাচনের পূর্বে নিরাপত্তা নিশ্চিত করতে সোমবার রাত ৮টা থেকে ৩৪ ঘণ্টার জন্য বিশ্ববিদ্যালয়ের সাতটি প্রধান প্রবেশপথ বন্ধ রাখবে। এই বিস্তৃত নিরাপত্তা ব্যবস্থার ফলে ভোটগ্রহণ মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বিঘ্নে সম্পন্ন হবে। শাহবাগ, পলাশী, দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, উদয়ন স্কুল ও নীলক্ষেতের ক্যাম্পাস গেটগুলো বুধবার সকাল ৬টা পর্যন্ত বন্ধ থাকবে। গত বৃহস্পতিবার জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, যেখানে সাধারণ জনসাধারণের প্রবেশাধিকার সীমিত রাখার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ কার্যক্রম চালু রাখার বিষয়টি উল্লেখ করা হয়। বৈধ ঢাবি পরিচয়পত্রধারী শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা এই সময়কালে ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন। বিশ্ববিদ্যালয় কর্মীদের পরিবারের সদস্যরা সংশ্লিষ্ট পরিচয়পত্রের ফটোকপি প্রদর্শন করে প্রবেশাধিকার পাবে, যাতে এই সীমাবদ্ধতার সময়ে পরিবারিক সহায়তা বজায় থাকে। গাড়ি প্রবেশ কঠোরভাবে সীমিত...