ফের সালমান খান ও তার পরিবারকে নিয়ে মুখ খুললেন বলিউডের জনপ্রিয় ছবি দাবাং (২০১০)-এর পরিচালক অভিনব কাশ্যপ । ছবি মুক্তির পর থেকেই কাশ্যপ ও খানের পরিবারের মধ্যে তিক্ততা চরম পর্যায়ে পৌঁছায়। নির্মাতা অভিনব দাবি করেন, তিনি ‘দাবাং ২’ পরিচালনা করতে রাজি না হওয়ায় খানের পরিবার তার ক্যারিয়ার নষ্ট করার চেষ্টা করে। সালমান সম্পর্কে অভিনব সরাসরি বলেন,“সালমান আসলে অভিনয়ে আগ্রহী নন। গত ২৫ বছর ধরে তিনি শুধু সেলিব্রিটি পাওয়ার নিয়েই ব্যস্ত, অভিনয়ে নয়। তিনি সেটে আসেন মানে যেন বড় উপকার করছেন! প্রকৃতপক্ষে তিনি একজন গুন্ডা। আমি আগে জানতাম না, ‘দাবাং’ করার পর বুঝেছি। সালমান বেয়াদপ এবং খারাপ মানুষ।” খান পরিবারকে ‘প্রতিহিংসাপরায়ণ’ বলে অভিযোগ করে অভিনব আরো বলেন,“খান পরিবার গোটা ইন্ডাস্ট্রি দখল করে রাখতে চায়। তারা প্রতিহিংসাপরায়ণ। যদি তাদের সঙ্গে একমত না...