ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়নের উত্তর বাটামারা ৫ নম্বর ওয়ার্ডে শুক্রবার (৭ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৯টায় পরকীয়ার অভিযোগে এক নারীকে প্রকাশ্যে চুল কেটে ও গলায় জুতার মালা পরিয়ে হেনস্থা করা হয়। এ ঘটনায় বোরহানউদ্দিন থানার একাধিক টিম ব্যাপক অভিযান চালিয়ে পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে। সোমবার (৮ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. কবির হোসেন (৪৮), মো. রশিদ ওরফে মিঠাই রশিদ (৫৮), মো. মেহেদী হাসান (২১), মো. ইসমাইল (২৫) ও মো. সিরাজ ওরফে মিরাজ (২৮)। ভোলার অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহান সরকার জানান, ওইদিন সকালে স্থানীয়রা ওই নারীর চুল কেটে তাকে গলায় জুতার মালা পরিয়ে জনসম্মুখে অপমান করে। এ ঘটনায়...