ঢাকা বিভাগের সঙ্গে থাকার দাবিতে জেলা প্রশাসক কাছে স্মারকলিপি দেয় শরীয়তপুরবাসী। প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় কুমিল্লা ও ফরিদপুরকে আলাদা বিভাগ করার প্রস্তাব অনুমোদন দিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। তবে প্রস্তাবিত ফরিদপুর বিভাগের সঙ্গে নয় বরং ঢাকা বিভাগে থাকার দাবি জানিয়েছে শরীয়তপুরবাসী। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে শরীয়তপুর জেলা শহরের চৌরাঙ্গী এলাকায় ঢাকা বিভাগে থাকার দাবিতে ‘জাগো শরীয়তপুর’ নামে সংগঠনের ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। এতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।আরো পড়ুন:কুবি শিক্ষার্থী ও তার মায়ের হত্যা’র বিচারের দাবিতে মানববন্ধনচাটমোহরে মাদ্রাসার সুপারকে স্থায়ী বরখাস্তের দাবি কুবি শিক্ষার্থী ও তার মায়ের হত্যা’র বিচারের দাবিতে মানববন্ধন বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এরপর...