আগামী ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপ ২০২৫। দেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এ ক্রিকেট টুর্নামেন্টের সবগুলো ম্যাচ সরাসরি দেখাবে ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম বাংলালিংকের টফি। ৯ থেকে ২৮ সেপ্টেম্বর দুবাই ও আবুধাবিতে এ টুর্নামেন্টের মোট ১৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে। অ্যান্ড্রয়েড ও আইওএস টফি অ্যাপ, টফি লাইভ ডট কম এবং স্মার্ট টিভিতে (অ্যান্ড্রয়েড টিভি, স্যামসাং টাইজন ও এলজি ওয়েবওএস) সরাসরি প্রতিটি ম্যাচ দেখা যাবে। বাংলালিংকের চিফ ডিজিটাল অফিসার গোলাম কিবরিয়া বলেন, টফির মাধ্যমে বাংলাদেশের ক্রীড়াপ্রেমীদের এশিয়া কাপ ২০২৫ সরাসরি দেখার সুযোগ করে দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা চাই, টফির মাধ্যমে ক্রিকেট ভক্তরা যেন নিরবচ্ছিনভাবে টুর্নামেন্টের রোমাঞ্চ উপভোগ করতে পারেন, সেটা বড় স্ক্রিনেই হোক কিংবা ফোনে। টফি ধীরে ধীরে বাংলাদেশের সবার জন্য নির্ভরযোগ্য ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্মে রূপান্তরের...