নেপালের রাজধানী কাঠমান্ডুতে হাজারো তরুণ বিক্ষোভ করেছেন, দুর্নীতির অবসান ও সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে। সোমবার (৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের মানুষ। এসময় পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন বলে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে। সরকার সম্প্রতি ২৬টি অনিবন্ধিত প্ল্যাটফর্ম বন্ধ করে দিয়েছে। এর ফলে ফেসবুক, ইউটিউব ও এক্স (টুইটার) ব্যবহার করা যাচ্ছে না। এতে নেপালের কোটি কোটি ব্যবহারকারী ক্ষুব্ধ হয়ে পড়েছেন। বিশেষ করে ইনস্টাগ্রাম ও ইউটিউবের মতো প্ল্যাটফর্মে বিনোদন, সংবাদ ও ব্যবসার সঙ্গে যুক্ত ব্যবহারকারীরা ক্ষতির মুখে পড়েছেন। জাতীয় পতাকা হাতে নিয়ে বিক্ষোভকারীরা জাতীয় সংগীত গেয়ে প্রতিবাদ শুরু করেন। পরে তারা দুর্নীতির বিরুদ্ধে ও সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে স্লোগান দেন। ২৪ বছর বয়সী ছাত্রী যুজন...