
অবৈধ অভিবাসীর খোঁজে জর্জিয়ায় হুন্ডাই কারখানায় হানা দিয়ে শত শত জনকে আটকের পর এবার আরও ব্যবসা প্রতিষ্ঠানকে কঠোর তল্লাশি অভিযানের নিশানা করার পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রশাসন। সিএনএন-এর ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ অনুষ্ঠানে হোয়াইট হাউজের সীমান্ত বিষয়ক শীর্ষ কর্মকর্তা টম হোম্যান বলেন, “আমরা কর্মস্থলগুলোতে আরও বেশি অভিযান চালাব। কেউ যাতে অবৈধ অভিবাসীকে দয়া করে চাকরি না দেয়। “তাদেরকে কাজে লাগানো হয়, কারণ তারা বেশি খাটে। কম মজুরি নেয় এবং মার্কিন নাগরিক কর্মীদের নিয়োগ দেওয়া প্রতিষ্ঠানগুলোকে প্রতিযোগিতায় হারিয়ে দেয়।” ট্রাম্পের কঠোর নীতির বিরোধীরা এবং কিছু ব্যবসায়ী গোষ্ঠী বলছে, যুক্তরাষ্ট্রের কৃষি, হসপিটালিটি ও মাংস প্রক্রিয়াজাত শিল্পসহ বড় বড় খাত অনেকাংশেই অনথিভুক্ত অভিবাসীদের ওপর নির্ভরশীল। ফলে কৃষি, হসপিটালিটি, মাংস প্যাকিংয়ের মতো বড় শিল্পের অনেক কারখানাই ট্রাম্পের পরবর্তী অভিযানের নিশানা হতে পারে।...