আসন্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে প্রগতিশীল শিক্ষার্থীদের ‘সম্প্রীতির ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী অমর্ত্য রায় জন। তিনি ৪৭তম ব্যাচের প্রত্নতত্ত্ব বিভাগের স্নাতক চূড়ান্ত পর্বের শিক্ষার্থী। তিনবার স্নাতক চূড়ান্ত পর্বের পরীক্ষা দিলেও উত্তীর্ণ হতে না পারায় অনিয়মিত শিক্ষার্থী ঘোষণা করে তার প্রার্থিতা বাতিল করেছে জাকসু নির্বাচন কমিশন। সোমবার (৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয় থেকে পাঠানো এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে অমর্ত্য রায়ের ভিপি প্রার্থিতা বাতিলের বিষয়ে ব্যাখ্যা দেওয়া হয়। এর আগে শনিবার (৬ সেপ্টেম্বর) জাকসু নির্বাচন কমিশনার সই করা এক বিজ্ঞপ্তিতে অমর্ত্যর প্রার্থিতা বাতিলের বিষয়টি জানানো হয়। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রত্নতত্ত্ব বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া ও আ ফ ম কামালউদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী অমর্ত্য রায় জনকে জাকসু গঠনতন্ত্রের ৪ ও ৮ ধারা অনুযায়ী ভোটার ও প্রার্থী হওয়ার জন্য...