ঢাকা : বলিউডের দুই জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাডুকোন ও আলিয়া ভাটকে প্রায়শই তুলনায় আনা হয়। তবে দুজনেই সবসময় প্রকাশ করেছেন যে তাদের মধ্যে ভালো সম্পর্ক ও বন্ধুত্বপূর্ণ বন্ধন রয়েছে। সম্প্রতি সেই বন্ধুত্বের মাঝেই একটি চমকপ্রদ ঘটনা ঘটল দীপিকা পাডুকোনকে লিভাইসের গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডরের পদ থেকে সরিয়ে আলিয়া ভাটকে নিয়োগ দেওয়া হলো।কি ঘটেছেগত ৫ সেপ্টেম্বর আমেরিকান পোশাক ব্র্যান্ড লিভাইস তাদের নতুন গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আলিয়া ভাটের নাম ঘোষণা করে।এ খবর প্রকাশের পর দীপিকা পাডুকোনের ভক্তরা হতাশ ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন। অনেকে জানতে চেয়েছেন কেন ‘পিকু’ অভিনেত্রীকে এই পদ থেকে সরানো হলো। কিছু ভক্ত এমন অভিযোগও তুলেছেন যে আলিয়া ভাট দীপিকার স্থান ‘চুরি’ করেছেন।ভক্তদের প্রতিক্রিয়াএকজন ভক্ত আলিয়াকে লিখেছেন,তুমি সব সময় দীপিকার কাছ থেকে সব কিছু নিয়ে নিচ্ছো, আরেকজন লিখেছেন কেন সে...