০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৫ পিএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৫ পিএম চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন বৈরাগ ইউনিয়নের এক যুবক ৩৫ লাখ টাকা পরিশোধ না করে উধাও হয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত যুবকের নাম মোহাম্মদ আকিব। তিনি দক্ষিণ বন্দর কান্তির হাট এলাকার মৃত আনোয়ারের ছেলে। অভিযোগ অনুযায়ী, এক বছর আগে আকিব বিমানবন্দর থানার আবছার নামের এক ব্যক্তির কাছ থেকে স্ট্যাম্পে লিখিত চুক্তির মাধ্যমে ৩৫ লাখ টাকা ধার নেন। টাকা ফেরত না দেওয়ায় ভুক্তভোগী আবছার আদালতে মামলা করেন। চট্টগ্রাম চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়েরকৃত মামলার নম্বর ২৮৭৯। এ মামলায় আদালত গত ২৮ আগস্ট আকিবের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরে তিনি আদালতে টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আগাম জামিন নেন। তবে জামিনে মুক্তি পেয়ে আত্মগোপনে চলে গেছেন বলে অভিযোগ ভুক্তভোগীর। মামলার...