থমথমে পরিস্থিতি বিরাজ করছে নেপালজুড়ে। দেশটিতে এখন পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। আজ সোমবার (৮ সেপ্টেম্বর) হঠাৎ করে অশান্ত হয়ে পড়েছে দেশটির পরিস্থিতি। রাজধানী কাঠমান্ডুতে তরুণ প্রজন্মের প্রতিবাদকারীদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর সদস্যদের সহিংস সংঘর্ষে অন্তত ১৬ জন নিহত এবং শতাধিক লোক আহত হয়েছে। এমন অবস্থায় বাতিল করা হলো নেপালের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় প্রীতি ম্যাচটি। নিরাপত্তাজনিত কারণে ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এনটিভিকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ জাতীয় দলের ম্যানেজার আমের খান। আগামীকাল মাঠে গড়ানোর কথা ছিল এই ম্যাচ। সেপ্টেম্বর উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলতে বর্তমানে নেপালে অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। প্রথম ম্যাচ হয়েছিল গোলশূন্য ড্র। বিরুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশ দলের ফুটবলারদের নিয়ে...