নেপালে সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর সরকারি নিষেধাজ্ঞার প্রতিবাদে শুরু হওয়া শান্তিপূর্ণ বিক্ষোভ ভয়াবহ সহিংসতায় রূপ নিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির নেতৃত্বাধীন সরকার ফেসবুক, ইউটিউবসহ ২৬টি প্ল্যাটফর্ম বন্ধের নির্দেশ দেয়। এর প্রতিক্রিয়ায় সোমবার সকাল থেকে রাজধানী কাঠমান্ডুতে বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবনের ভিতরে ঢুকে তাণ্ডব চালায়। স্থানীয় প্রশাসন বিক্ষোভ দমনের জন্য কারফিউ জারি করেছে এবং বিক্ষোভকারীদের দেখামাত্র গুলি করার নির্দেশ দিয়েছে। নেপাল সেনাবাহিনীর মুখপাত্র সহকারী লেফটেন্যান্ট জেনারেল রাজারাম বাসনেত জানিয়েছেন, জেলা নিরাপত্তা কমিটির সুপারিশ অনুযায়ী সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহতের সংখ্যা বেড়ে ১৯ জনে পৌঁছেছে। এছাড়া ২০০-এরও বেশি বিক্ষোভকারী আহত হয়েছেন, যাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। কাঠমান্ডুতে ১৯ জন নিহত হয়েছেন, আরেক শহর ইটাহারিতে দুইজন মারা গেছেন। নিহতদের মধ্যে ট্রমা সেন্টারে ৮, এভারেস্ট হাসপাতালে ৩, সিভিল হাসপাতালে ৩, কাঠমান্ডু মেডিকেল...