কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী ও তার মায়ের হত্যার ঘটনায় শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। বিক্ষোভ মিছিল থেকে শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়েছেন, ২৪ ঘণ্টার মধ্যে খুনিদের আইনের আওতায় আনতে হবে। না হলে কুমিল্লা শহর অচল করে দেওয়া হবে। সোমবার দুপুর ১টায় কুমিল্লা নগরীর কান্দিরপাড়স্থ পূবালী চত্বরে শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করে। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে কুমিল্লা পুলিশ সুপারের কার্যালয়ের সামনের সড়ক অবরোধ করেন। শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন, যেমন—“বিচার চাই, বিচার চাই”, “প্রশাসন বিচার চাই”, “আমার বোন করবে, খুনি কেনো বাইরে?”, “সুমাইয়ার রক্ত বৃথা যাবে না”। মানববন্ধনে কুবি শিক্ষার্থী হাসান অন্তর বলেন, “গত রাতে কুমিল্লায় সুমাইয়া ও তার মাকে ভাড়া বাসায় হত্যা করা হয়েছে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সঠিক তদন্ত না হলে আমরা...