পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে নিচু এলাকাগুলো থেকে নতুন করে লোকজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ জারি করা হয়েছে। এই অঞ্চলটি ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে পড়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর এক্স প্ল্যাটফর্মে জানিয়েছে, দেশজুড়ে বৃষ্টি অব্যাহত আছে। আবহাওয়া অধিদপ্তর আরও বলেছে যে, সোমবার প্রবল বাতাসসহ ভারী বৃষ্টি ও বজ্রঝড় হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। চেনাব, শতদ্রু এবং রাভি নদীর কাছাকাছি এলাকাগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ জারি করা হয়েছে। পাঞ্জাবের মুলতান থেকে আল জাজিরার সাংবাদিক কামাল হায়দার জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই। তিনি বলেন, আজ ভোরেই আমরা খবর পেয়েছি যে মুলতান থেকে ৯০ কিলোমিটার দূরে অবস্থিত জালালপুর পিরওয়ালাতে প্রায় পাঁচ লাখ মানুষ আটকা পড়েছে। পানি তাদের গ্রামগুলো ভাসিয়ে দিয়েছে এবং তাদের মধ্যে অনেকেই বাড়ির ছাদে আশ্রয় নিয়েছেন। হায়দার আরও বলেন, এসব...