ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে পুরো ক্যাম্পাসে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করার কথা বলেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। মঙ্গলবার নির্বাচনের দিন ক্যাম্পাসে ২ হাজার ৯৬ জন পুলিশ মোতায়েন থাকবেন বলে জানিয়েছেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষর সঙ্গে সমন্বয় করে কাজ করার তথ্য দিয়ে তিনি বলেন, কোনোরূপ নিরাপত্তাহীনতার আশঙ্কা নেই। নির্বাচনের আগের দিন সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই নির্বাচন সুষ্ঠুভাবে করতে গত এক সপ্তাহ ধরে নানা পুলিশি কার্যক্রম চলছে যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে। যদিও দুইটি ছেলের মধ্যে একটি অনাকাঙ্খিত ঘটনা ঘটে। এটা ব্যতীত আর কোনো বড় ঘটনা হয়নি। উৎসবমুখর পরিবেশে নির্বাচন হওয়ার আশা প্রকাশ করে ডিএমপি কমিশনার বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশের জন্য আটটি চেকপোস্ট...