ভোলার বোরহানউদ্দিনে এক নারীকে পরকীয়ায় লিপ্ত থাকার অভিযোগে শালিসির নামে প্রকাশ্যে জুতার মালা পরিয়ে চুল কেটে দিয়ে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার ঘটনায় এ পর্যন্ত পুলিশ ৫ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। আসামীদেরকে কোর্টে পাঠানো হয়েছে এমনটাই প্রেস ব্রিফিং-এ জানিয়েছে ভোলার পুলিশ প্রশাসন। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপারের কনফারেন্স রুমে ব্রিফিং-এ এ তথ্য জানান অতিরিকত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সোহান সরকার।তিনি জানান, ভোলার বোরহানউদ্দিন থানায় নারীকে হেনস্তার ঘটনায় ৫ আসামীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার লক্ষে কোর্টে প্রেরণ করা হয়েছে। তিনি বলেন, গত ০৭-০৯-২০২৫ তারিখ সকাল অনুমান ০৯:০০ ঘটিকার সময় বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়নের উত্তর বাটামারা ৫নং ওয়ার্ডে পরকীয়া প্রেমের অভিযোগে প্রকাশ্যে একজন নারীর চুল কেটে ও গলায় জুতার মালা পড়িয়ে জনসম্মুখে হেনস্তা করা হয়। উক্ত...