স্থানীয় পূজা উদযাপন পরিষদের সভাপতি বলেন, ‘এত সুশৃঙ্খলভাবে পূজা আগে কখনো হয়নি। ইউএনও সাহেবের কঠোর নজরদারির কারণেই সব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।’সবুজায়ন ও সৌন্দর্যবর্ধন পরিবেশ রক্ষায় একদিনে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচি ছিল নজরকাড়া। পাশাপাশি উপজেলা পরিষদ মাঠ সংস্কার ও সৌন্দর্যবর্ধন, মডেল মসজিদে ছাদবাগান, মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সোলার প্যানেল স্থাপন এবং পাবলিক লাইব্রেরি সংস্কার সাভারের অবকাঠামোয় যোগ করেছে নতুন মাত্রা।সাভার থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান আরিফ হোসেন বলেন, ‘উন্নয়ন হচ্ছে ঠিকই, তবে পরিবেশের ভারসাম্য রক্ষার উদ্যোগও যে সমান্তরালে চলছে, এটি সত্যিই প্রশংসনীয়। সাভারের সামগ্রিক উন্নয়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা যেভাবে কাজ করছেন, এটি নিঃসন্দেহে প্রশংসনীয়। ওনার সময়োপযোগী দিক নির্দেশনায় আমরা জনপ্রতিনিধিরাও স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারছি।’বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলার সেক্রেটারি মো. আফজাল হোসাইন বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের প্রায় ১৬...