পথসভায় বক্তারা বলেন, “আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই” এবং “তারুণ্যের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক”—এই শ্লোগানকে সামনে রেখে জামায়াতে ইসলামী বৈষম্যহীন সমাজ গঠনে কাজ করে যাচ্ছে। তারা আসন্ন জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে দাঁড়িপাল্লার প্রার্থী অধ্যাপক দেওয়ান মো. নকিবুল হুদা প্রধান অতিথি হিসেবে পথসভা ও গণমিছিলে অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামী আমীর মোহাম্মদ আবুল বাশার। এসময় বক্তব্য রাখেন উপজেলা সেক্রেটারি মোহাম্মদ শামীম নূর ইসলাম, ইসলামী ছাত্রশিবির উপজেলা সভাপতি মো. মাহিমুর রহমান, উপজেলা সহকারী সেক্রেটারি মো. আলাউদ্দীন...