‘রঘু ডাকাত’ চলচ্চিত্রের প্রচারে রাজ্য সফরে শনিবার শিলিগুড়িতে পৌঁছান দেব ও ইধিকা। সেখানে সেবক কালীবাড়ি মন্দিরে পূজা দেন তারা। পূজায় মুক্তি পাচ্ছে এসভিএফ ও দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের যৌথ প্রযোজনার ছবি ‘রঘু ডাকাত’। এরই মধ্যে এই ছবির প্রচার শুরু হয়ে গেছে জোর কদমে। রাজ্য সফর করছে টিম ‘রঘু ডাকাত’। শনিবার মালদায় ছবির প্রচার শেষে টিম ‘রঘু ডাকাত’ পৌঁছে যায় শিলিগুড়িতে। আর এখানে সেবক কালীবাড়িতে পূজা দিলেন দেব-ইধিকা, সোহিনী সরকারসহ ছবির অন্য কলাকুশলীরা।আরো পড়ুন:দেবের মন্তব্য নিয়ে ক্ষুব্ধ শুভশ্রীবাংলাদেশে মুক্তি পাবে ধূমকেতু? দেব, ইধিকা ও ওম সাহানির পরনে কালো পোশাক আর সোহিনী পরেছিলেন লাল রঙের শাড়ি, সঙ্গে কালো ব্লাউজ। ইধিকাকে পাশে বসিয়ে মায়ের কাছে রঘু ডাকাত ছবির সাফল্য প্রার্থনা করলেন দেব। নিলেন পূজার ফুল, কপালে সিঁদুরের তিলকও পরেন দেব। তাকে মন্দিরের পুরোহিত উত্তরীয়...