মাঠের বাইরের ঘটনায় আঘাত পেয়েছেন আর্লিং হলান্ড। নরওয়ে দলের বাসের দরজায় আঘাত পেয়ে মুখ ফেটে গেছে তার। এতে ম্যানচেস্টার সিটি স্ট্রাইকারের মুখে লেগেছে তিনটি সেলাই। সামাজিক যোগাযোগ মাধ্যম স্ন্যাপচ্যাটে বিষয়টি নিজেই জানান ২৪ বছর বয়সী হলান্ড। ঠোঁটের নিচে কাটা দাগের ছবিও প্রকাশ করেছেন। মজার ছলেই লিখেছেন ক্যাপশন। “বাসের দরজায় ধাক্কা খেলাম, ৩টা সেলাই। কাটা দাগটা দেখতেও ভালো লাগছে।” নরওয়ের সংবাদমাধ্যম ভিজি রিপোর্ট তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, টিম বাস থেকে নামার সময় গাড়ির লাগেজ দরজায় আঘাত পান হলান্ড। তার চোট গুরুতর নয়। মঙ্গলবার মলদোভার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে নামবে নরওয়ে। এর আগে বৃহস্পতিবার প্রীতি ম্যাচে ফিনল্যান্ডের বিপক্ষে পেনাল্টি থেকে গোল...