এশিয়া কাপ ক্রিকেটের মহারণ শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার। আবুধাবির মাঠে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তান ও হংকং। গ্রুপ-‘বি’ এর এই লড়াই বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে। একই গ্রুপে আরও আছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ২০১৪ সাল থেকে নিয়মিত এশিয়া কাপে খেলছে আফগানিস্তান। এখনো ফাইনালে পৌঁছাতে না পারলেও ২০১৮ ও ২০২২ আসরে সুপার ফোরে খেলার সাফল্য আছে তাদের ঝুলিতে। এবারের আসরে লক্ষ্য আরও বড়; প্রথমবার ফাইনাল এবং সেখান থেকে শিরোপা জয়। অধিনায়ক রশিদ খান জানালেন, দল পুরোপুরি প্রস্তুত, “আমরা জানি আমাদের সামর্থ্য কেমন। প্রতিটি খেলোয়াড় তার দায়িত্ব সম্পর্কে সচেতন, তাই ফাইনাল খেলার আত্মবিশ্বাস রাখি।”আরো পড়ুন:রেকর্ড হারের পর জরিমানাও গুনল দ. আফ্রিকানওয়াজের হ্যাটট্রিসহ পাঁচ উইকেট শিকারে পাকিস্তান চ্যাম্পিয়ন নওয়াজের হ্যাটট্রিসহ পাঁচ উইকেট শিকারে পাকিস্তান চ্যাম্পিয়ন এশিয়া কাপের আগে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে...