বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) পোশাক শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখার জন্য কাস্টমস বন্ড সংক্রান্ত পরিষেবাগুলো আরও দ্রুততর ও সহজতর করা এবং নীতি সহায়তা দেওয়ার জন্য কাস্টমস বন্ড কমিশনারেটকে (ঢাকা-দক্ষিণ) অনুরোধ জানিয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) বিজিএমইএ এর পরিচালক ফয়সাল সামাদের নেতৃত্বে বিজিএমইএ এর একটি প্রতিনিধিদল, কাস্টমস বন্ড কমিশনারেট (ঢাকা-দক্ষিণ) এর কমিশনার মোহাম্মদ হাসমত আলীর সঙ্গে তার কার্যালয়ে দেখা করে এ অনুরোধ জানান। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন বিজিএমইএ এর পরিচালক সুমাইয়া ইসলাম ও পরিচালক কাজী মিজানুর রহমান। সাক্ষাৎকালে বিজিএমইর পরিচালক ফয়সাল সামাদ, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের পক্ষ থেকে কমিশনার, বন্ড কমিশনারেট (ঢাকা-দক্ষিণ) ও কমিশনার, বন্ড কমিশনারেট (ঢাকা-উত্তর)-কে পোশাক শিল্পের কাস্টমস বন্ড সংক্রান্ত প্রক্রিয়াগুলো সহজীকরণ এবং নীতি সহায়তা দেওয়ার অনুরোধ জানিয়ে লেখা একটি পত্র (বিজিএমইএ সভাপতি কর্তৃক স্বাক্ষরিত) কমিশনার...