০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৪ পিএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৪ পিএম বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন আগামী ফেব্রুয়ারীর প্রথম সপ্তাহেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্য নির্বাচন কমিশন নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রস্তুত। যেকোনো বাধা আসুক না কেন কেউ নির্বাচন বন্ধ করতে পারবে না। কোন ষড়যন্ত্রই ফেব্রুয়ারীর নির্বাচনকে বাধাগ্রস্থ করতে পারবে না। ফেব্রুয়ারির নির্বাচন গণতন্ত্র রক্ষার নির্বাচন। মানুষের ভোটাধিকার প্রয়োগের নির্বাচন। সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে কেরানীগঞ্জের রোহিতপুর ইউনিয়নের সোনাকান্দা উচ্চ বিদ্যালয়ের একটি নতুন চারতলা ভবন নির্মাণ কাজের উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। আমান উল্লাহ আমান আরো বলেন, বিএনপি উন্নয়নের রাজনীতি করে, শান্তির রাজনীতি করে, গনমানুষের রাজনীতি করে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন, বেগম...