ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন উপলক্ষে সুষ্ঠু নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসের প্রবেশমুখগুলোতে ব্যাপকভাবে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। তারা ক্যাম্পাসের প্রবশেপথগুলোতে নিরাপত্তা বলয় তৈরি করেছেন। সোমবার (৮ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে দেখা যায়, ক্যাম্পাসের প্রধান প্রবেশমুখ নীলক্ষেত পলাশী, হাইকোর্ট মোড়, চানখারপুল, শাহবাগ, দোয়েল চত্বরসহ সবগুলোতেই আইন-শৃঙ্খলা বাহিনীর কড়া উপস্থিতি। বেশকিছু জায়গায় জলকামান, প্রিজন ভ্যান এবং এপিসি নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।আরো পড়ুন:ডাকসু জাতীয় দাবি হয়ে দাঁড়িয়েছে: ঢাবি উপাচার্যডাকসু নির্বাচন: যানবাহন চলাচলে ডিএমপির নির্দেশনা এদিকে ক্যাম্পাসে শিক্ষার্থীদের আনাগোনা ছিল তুলনামূলক কম। প্রচারণা বন্ধ হয়ে যাওয়ায় প্রার্থীদেরও খুব একটা দেখা যায়নি। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. রফিকুল ইসলাম বলেন, “আজ থেকে ক্যাম্পাসের প্রবেশমুখগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান করছেন। বিশেষ কোনো প্রয়োজনে তারা ভারী প্রস্তুতি নিয়ে অবস্থান করতে...