০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫০ পিএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫০ পিএম ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে মদ, ফেন্সিডিল ও বিপুল পরিমাণ ভারতীয় ভায়াগ্রা ও সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, গতকাল রবিবার (৭ সেপ্টেম্বর) দিন-রাতের বিভিন্ন সময়ে সীমান্তের চারটি স্থানে অভিযান চালানো হয়। রাত ১০টার দিকে রাজাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মানিকপুর গ্রামের একটি আমবাগান থেকে ২৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। একই দিন Vormittag (সকাল ১০টা ৩০ মিনিটে) নিমতলা সীমান্তের ঈশ্বরচন্দ্রপুর গ্রামের একটি পেঁপেবাগান থেকে ২৪ বোতল ফেন্সিডিল ও ৫৮৪ পিস ভায়াগ্রা উদ্ধার করা হয়। এ ছাড়া সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মাধবখালী সীমান্তের ধোপাখালী গ্রামে অভিযান চালিয়ে ৪৯ বোতল ভারতীয় মদ...