বরগুনার আমতলীতে কিশোর গ্যাং ভাড়া করে সাবেক স্বামীকে মারধর করার অভিযোগে লাইজু বেগম নামে এক নারীসহ ৩ কিশোরগ্যাং সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার কিশোর গ্যাং চক্রের সদস্যরা হলেন, মো. সাকিল (১৯) মো. রাকিবুল (১৯) মো. ওলি হাওলাদার (১৯)। আমতলী থানা সূত্রে জানা যায়, জনৈক লাইজু বেগমের সাথে ফরহাদ ইসলাম জয় নামে এক ব্যক্তির সাথে তিন বছর পূর্বে বিবাহ বিচ্ছেদ হয়। রবিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় লাইজু বেগম সাবেক স্বামী ফরহাদ ইসলামকে তাদের মেয়েকে দেখার জন্য আসতে বললে ফরহাদ আমতলী থানাধীন চাওড়া ইউনিয়নস্থ উশতিলা মেইন রাস্তার পাশে আসে। লাইজু পূর্ব পরিকল্পিতভাবে ফরহাদকে শায়েস্তা করার উদ্দেশ্যে কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে ভাড়ায় নিয়ে আসে। কিশোর গ্যাংয়ের সদস্যরা...