০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৭ পিএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৭ পিএম কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার হার্ডিঞ্জ ব্রিজ এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে কালাম প্রামানিক (৪৯) ও হাফিজুর রহমানকে (২০) ভ্রাম্যমাণ আদালত এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুর ২টায় ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের পদ্মা নদী সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে উপজেলা প্রশাসন তাদের আটক করে। অভিযোগ অনুযায়ী, নদী থেকে অনুমতি ছাড়া বালু উত্তোলন করা হচ্ছিল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. আনোয়ার হোসাইন, ভেড়ামারা থানা পুলিশ ও আনসার সদস্যরা। উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম বলেন, “নদী থেকে বালু উত্তোলন সম্পূর্ণ বেআইনি। আমরা নিয়মিত তদারকি করছি এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।” স্থানীয়রা জানিয়েছেন, অনুমতি ছাড়া বালু উত্তোলন নদীর প্রাকৃতিক ভারসাম্য ও...