চট্টগ্রাম:আনোয়ারা উপজেলায় পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের খান বাড়ি পাহাড়ের এক্কুদ্দা এলাকায় হাতির জন্য পাতানো বৈদ্যুতিক ফাঁদে আটকে জাহেদ খান (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।এ ঘটনায় আমির খান (২০) ও মেহেরুন্নেসা বাহান্নী (৩৫) নামের আরও দুই জন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, জাহেদ গরু দেখভালের জন্য বিলে আসে।এসময় সে স্থানীয় জাফর মাস্টারের ছেলের লাগানো হাতির জন্য দেওয়া বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এসময় তাকে উদ্ধার করতে গিয়ে আরও দুইজন আহত হয়। পরে তাকে উদ্ধার আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিন বিকেল ৩টায় উপজেলার বরুমচড়ায় পাকা দেওয়াল নির্মাণকাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হানিফ (২০) নামের আরেক যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার বরুমচড়া ইউনিয়নের ভরাচর গ্রামের হায়দার আলীর...