ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট আগামীকাল মঙ্গলবার। এ দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হলের বাইরের আটটি কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। এই নির্বাচনে সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক হিসেবে লড়ছেন তরুণ শিল্পী ফারিয়া মতিন ইলা, যাকে সবাই চেনেন ইলা লালালালা নামে। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি জানিয়েছেন, ভোটে জিতলেই বিয়ে করবেন। তবে তার আগে ক্যাম্পাসে বিজয় উৎসব হিসেবে করবেন চড়ুইভাতি। ইলা ডিমোক্রেজি ক্লাউনস্ ব্যান্ডের ভোকালিস্ট। মাত্র এক বছরের পথচলায় পাঁচটি গান করেছে দলটি। শ্রোতাদের কাছে জনপ্রিয়তা পেয়েছে গানগুলো। অথচ কোনো গানেরই রেকর্ড তারা ছাড়েননি। কনসার্ট থেকে সামাজিক যোগাযোগমাধ্যম হয়ে সেগুলো রেকর্ড হয়ে আছে শ্রোতার হৃদয়ে। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গানগুলো পরিচিতি পেয়েছে। ডাকসু নির্বাচনের প্রার্থী হিসেবে প্রচারণায় রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন এই তরুণ। ফেসবুকে...