অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, ‘‘জুলাই বিপ্লবের চেতনাকে বৃথা যেতে দেওয়া হবে না। একটি সাংবিধানিক কাঠামো গড়ে তোলা হবে, যেখানে থাকবে ন্যায়বিচার এবং ভোটাধিকার।’’ সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে রাজশাহী আইনজীবী সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই কথা বলেন। সমিতির ভবনে আয়োজিত এই মতবিনিময় সভায় অ্যাটর্নি জেনারেল আইনজীবীদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং তাদের উদ্দেশে পরামর্শমূলক বক্তব্য দেন। অ্যাটর্নি জেনারেল বলেন, ‘‘সরকারিভাবে আইনজীবীদের জন্য উন্নতমানের প্রশিক্ষণের ব্যবস্থা এবং সকল সুযোগ-সুবিধার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। আইনজীবীদের পেশাগত দক্ষতা উন্নয়নে সরকার ইতোমধ্যে বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করেছে।’’ তিনি বলেন, ‘‘গত এক বছরে দেশে কোন গুমের ঘটনা ঘটেনি। ৭১ বা জুলাই-২৪ সাংঘর্ষিক নয়। ৭১ এর ধারাবাহিকতায় ২৪ এসেছে। অতীতে খুন-গুমের সঙ্গে জড়িতদের বিচার হবে।’’ সভায় বিশেষ অতিথি ছিলেন...