ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাকুলিয়া গ্রামে ৪ সহোদরসহ এক পরিবারের ৫ জনকে কুপিয়ে জখম করা হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে কালীগঞ্জ পৌরসভার বাকুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এর নেপথ্যে মাদক ব্যবসা ও নারীঘটিত কাহিনী রয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। আহতরা হলেন- বাকুলিয়া গ্রামের গোলাম নবী (৬৮), তার ভাই ইসলাম হোসেন (৬৪), আমিরুল ইসলাম (৫৫), সিয়াম হোসেন (৫০) ও ইসলাম হোসেনের ছেলে আসলাম হোসেন (২৮)। তাদের মধ্যে আসলাম ও তার চাচা গোলাম নবীর শারীরিক অবস্থার অবনতি ঘটলে রাতেই তাদের দুজনকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। আরও পড়ুনআরও পড়ুনতিনটি অটোরিকশাসহ ২ চোর আটক, গণপিটুনিতে একজনের মৃত্যু আহত আমিরুলের স্ত্রী কেয়া খাতুন জানান, তাদের গ্রামের সোহেল ও সাগর চিহ্নিত মাদক ব্যবসায়ী। গ্রামের মধ্যেই তারা দীর্ঘদিন...